স্কাউট এন্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী জেলাকে গর্বিত করলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শুক্রবার ২৫,জুলাই :: বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী৷ স্কাউট এন্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন ৷পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন, এতে আমি আনন্দিত, সম্মানিত ও গর্বিত ৷ জানা গিয়েছে, ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়৷ অনুপম তাঁদের মধ্যে অন্যতম৷ সেরা রোভার হিসাবে তিনি পুরস্কৃত৷

উল্লেখ্য, বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত ৷ ছোটবেলা থেকে স্কাউট এন্ড গাইডস এর প্রশিক্ষণ নেন ৷

প্রায় দুই দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করছেন৷ তথ্য থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হলো এই স্কাউট এন্ড গাইডস ৷

তরুণ যুবাদের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আনা ও তাঁদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা এবং দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ  করার লক্ষ্যেই এই সংগঠন কাজ করে চলেছে৷

অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে খুশি জেলাবাসী৷ অনেকে তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন৷ খুশি তাঁর বাড়ির সদস্য সদস্যারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =