নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহিষাদল :: স্কুলের আবাসিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরে মহিষাদলে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে মহিষাদল থানার পুলিশ। স্কুল কর্তপক্ষের গাফিলতি অভিযোগ সবর হয়েছেন। পুলিশ জানিয়েছে মৃত ছাএ রাহুল গিরি (১৬)।
তার বাড়ী নন্দকুমার থানার সাওড়াবেড়িয়া জালপাই গ্রামে। মৃত রাহুল মহিষাদলের কাপাসএ্যাড়ায় জহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর।
জানাগেছে, শুক্রবার সকালে অসুস্থ বোধ করলে তাকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তপক্ষ গাফিলতি অভিযোগ তুলে সবর হয়ে মৃত ছাএের পরিবারের সদস্যরা।
স্কুলের শিক্ষক সৌমেন মুখার্জি বলেন ” প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো রাহুলের অ্যাটেনডেন্স নেওয়া হয়েছিলো। শুক্রবার সকালে স্কুলের মাঠে শরীর চর্চার জন্য অন্যান্যদের সাথে রাহুলও ছিল। পরে অসুস্থ বোধ করছে দেখে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র বলেন ” মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর কারণ পরিস্কার হবে। যদিও এখনোও পর্ষন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে “।