দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: চুড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা। স্কুল ছুটির সময় স্কুলের এক ছাত্রীকে তালা বন্ধ করে দিয়ে বাড়ি যাওয়ার অভিযোগ উঠল শিশু শিক্ষা কেন্দ্রের তিন শিক্ষিকার বিরুদ্ধে।ঘটনা নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়া পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের।
ঘটনায় স্কুল শিক্ষিকাদের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রীর অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষজন। জানা গেছে, কলমাপুকুরিয়া পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রী বছর ৬ এর অঞ্জনা টুডুকে বৃহস্পতিবার তাঁর মা স্কুলে পাঠান।
কিন্তু স্কুল ছুটির পর পাড়ার সব পড়ুয়া বাড়ি ফিরলেও ফিরেনি অঞ্জনা। ঘটনার পর চারিদিকে ছোট্ট মেয়ের খোঁজ শুরু করেন অঞ্জনার বাবা মা সহ পাড়া প্রতিবেশী।
অবশেষে বাবা মায়ের সন্দেহ হয় স্কুলেই আটকে নেইতো বাড়ির শিশু?সেই মতো গ্রামবাসীদের চেষ্টায় স্কুলের অফিস ঘর খুলতেই দেখা যায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে প্রথম শ্রেণীর অঞ্জনা টুডু।
ঘটনার পর কলমাপুকুরিয়া পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের তিন শিক্ষিকা উজ্জ্বল রানী সাহু,বন্দনা কুইলা, শকুন্তলা পাইক এর বিরুদ্ধে ক্ষোভের ফুঁসতে থাকেন।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন নয়াগ্ৰাম থানার পুলিশ আধিকারিকরা এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা।প্রশাসনের আধিকারিকদের সামনে শিক্ষিকাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি তোলেন অঞ্জনার পরিবারের লোকজন। অবশেষে অভিযুক্ত শিক্ষিকারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান সর্ব সমক্ষে। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার ।