নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: স্কুলের চৌহদ্দির মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই শিক্ষক। স্কুলে তখন বেশ কিছু পড়ুয়া রয়েছে।
স্কুলে মারামারি করলে যে শিক্ষকরা এগিয়ে এসে বকাবকি করেন। সেই শিক্ষকরাই নিজেদের মধ্যে মারামারি করছেন। স্কুলের পড়ুয়ারাতো বটেই সামাজিক মাধ্যমে ভাইরাল দুই শিক্ষকের মারামারি চাক্ষুষ করল সকলেই। শিক্ষকের মারামারির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কয়েকদিন আগে এই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার জোয়ারদার ও সহ শিক্ষক কৃষ্ণেন্দু রায় একটি কারণ নিয়ে স্কুলের মধ্যেই নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হন। জানা গিয়েছে, স্কুলের সহ শিক্ষক কৃষ্ণেন্দুবাবু নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্কুলে আসেন বলে অভিযোগ প্রধান শিক্ষক অশোকবাবুর ।
ভাইরাল হওয়া ভিডিওটিতেও দুজনের মধ্যে মারামারির সময় তাঁকে এই কথা বলতে শোনা গিয়েছে। অন্যদিকে, কৃষ্ণেন্দু বাবু জানান, তাঁকে যেনতেন প্রকারে হেনস্থা করার চেষ্টা করেন প্রধান শিক্ষক। এমনকি তার স্কুলের ঘটনা নিয়ে সরাসরি তার পরিবারের লোককে ফোন করে অভিযোগ জানান।
এই বিবাদ নিয়েই ১৩ সেপ্টেম্বর কৃষ্ণেন্দু বাবু স্কুলে পৌঁছলেই দুজনের মধ্যে হাতাহাতি হয়। এদিন প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বাবুকে গলা ধাক্কা দিয়ে টিচার্স রুম থেকে বের করে দেন বলে অভিযোগ।