নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ২৩,মার্চ :: স্কুলের ছাত্রীদের সাথে মেসেজে অশ্লীল ইঙ্গিত পূর্ণ কথাবার্তা, তাদের সাথে অভব্য আচরণ, গ্রেপ্তার এক শিক্ষক। ধৃত শিক্ষককে পাঠানো হল কালনা মহকুমা আদালতে।
জানা গিয়েছে ধৃত ঐ শিক্ষকের নাম বিজয় সরদার। বাকি দুই শিক্ষকের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণ, তাদের রাতের অন্ধকারে অশ্লীল মেসেজ, তাদের শরীরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে হাত দেওয়া সহ নানান অভিযোগ উঠেছে।
ঘটনার জেরে গতকাল স্কুলে বিক্ষোভ হয়। এরপরই অভিযুক্ত এক শিক্ষক গ্রেফতার হয়। বাকি দুই শিক্ষকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ।