সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দেবে কয়েক লক্ষ ছাত্র ছাত্রী ।কিন্তু এখনো এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা হাতে পায়নি এডমিট কার্ড। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে কোনরকম যোগাযোগ করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ ।এমনই একটি স্কুল মাথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল ।
রবিবার বিকাল পর্যন্ত অপেক্ষা করেও ১০ থেকে ১২ জন ছাত্র-ছাত্রী এডমিট কার্ড নিতে আসেনি ।যোগাযোগ করা যাচ্ছিল না মোবাইল ফোনে।তাই সময় নষ্ট না করে স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি নিজেই বেরিয়ে পড়লেন অ্যাডমিট কার্ড দিতে ।গ্রামের মধ্যে গিয়ে, পাড়ার অলিগলি খুজে, বাড়ি বাড়ি পৌঁছে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিলেন পরীক্ষার এডমিট কার্ড। হঠাৎ করে স্কুলের প্রধান শিক্ষক এডমিট কার্ড নিয়ে আসায় একদিকে খুশি অন্যদিকে আশ্চর্য ছাত্র-ছাত্রীরা। এডমিট কার্ড তুলে দিয়ে খুবই খুশি স্কুলের প্রধান শিক্ষক ।অবশেষে স্কুলের অক্লান্ত প্রচেষ্টায় জীবনের প্রথম পরীক্ষায় বসা সম্ভব হবে এই ছাত্র-ছাত্রীদের।