নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙা :: শুক্রবার ৪,জুলাই :: স্কুলের ফ্যান খুলে মাথায় পড়ে গুরুতর জখম হলো তিনজন ছাত্রী। গুরুতর আহত তিনজন ছাত্রীর মধ্যে এজনের অবস্থা সঙ্কটজনক। অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারনে এদিনের দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে স্কুল শুরুর পর ছাত্রীরা ক্লাসরুমে বসে ছিল।
সেই সময়েই একটি ফ্যান আচমকা ভেঙে পড়ে। জখম তিনজন ছাত্রীকে তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের তরফ জানানো হয়েছে, এদিন দুর্ঘটনা বশতো একটি ফ্যান খুলে পড়েছে। সমস্ত ক্লাস রুমের ফ্যান গুলোর কি অবস্থা রয়েছে তা খতিয়ে দেখা হবে।
আহত তিনজন ছাত্রীর নাম লিজা পারভিন, রুবিনা পারভিন ও মালা অধিকারি। তারা নবম শ্রেনীর ছাত্রী। লিজা পারভিন গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। রুবিনা ও মালার আঘাত কম থাকায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।