নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: মঙ্গলবার ৮,এপ্রিল :: আজব স্কুলের দেখা মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকে, খাতা কলমে পাঁচজন ছাত্র- থাকলেও, মাঝেমধ্যে এক থেকে দুজন ছাত্র- স্কুলে আসে, একজন মাত্র শিক্ষক নানান অজুহাতে মাসে দু থেকে তিনদিন স্কুলে আসে বলে দাবি এলাকাবাসীর।
তবে প্রধান শিক্ষকের দাবি তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন অফিসে কাজ থাকায় মাঝে দু একদিন আসেন না প্রতিদিন স্কুলে আসেন।
উল্লেখ ২০১১ সালে কয়েকজন ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক নিয়ে স্থাপিত হয়েছিল পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল । প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই স্কুলটি স্থাপিত হওয়ার পরে শিক্ষার মান বেড়েছিল এলাকার বাসিন্দাদের।
তারপর ২০১৩ সাল থেকে একটি শিক্ষক নিয়ে চলছে পূর্ব জয় কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল,পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে চলে এই স্কুলটি, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জয়কৃষ্ণপুর এলাকায় এই স্কুলটি।
এই স্কুলে এক শিক্ষক খাতা কলমে পাঁচ ছাত্রকে নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। পঞ্চম এবং অষ্টম শ্রেণি চার ক্লাস নিয়ে এই স্কুল, তবে- ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাসে ছাত্র থাকলেও আরো দুটি ক্লাসে ছাত্র ছাত্রী নেই। ষষ্ঠ শ্রেণীতে একটি ছাত্র এবং সপ্তম শ্রেণীতে চারটি ছাত্র নিয়ে চলছে এই স্কুলের পঠন-পাঠন।