নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ১১,এপ্রিল :: স্কুলের শিক্ষকের অভাব, প্রিয় শিক্ষকদের স্কুলের ফেরাতে এবার পথে নামল ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা, ধুকছে স্কুলগুলি, সেখানেই এক অন্য চিত্র সুন্দরবনের স্কুলে।
প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে কালো ব্যাচ পরে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে রাস্তায় নামল ছাত্র- ছাত্রীরা।
শিক্ষকের অভাবে স্কুলে পড়াশুনো প্রায় ধুকতে শুরু করেছে, চাকরিহারা প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে কালো ব্যাচ পরে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে রাস্তায় নামল ছাত্র- ছাত্রীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি পূর্ণচন্দ্র পাবলিক ইনস্টিটিউশন এর ঘটনা।
প্রিয় তিন শিক্ষককে স্কুলে ফেরাতে রীতিমতো হাতে লিখে স্লোগান,ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্র-ছাত্রীরা। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক চাকরিহারা, এরফলে জেলায় জেলায় স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ হওয়ার মুখে।
কোথাও ক্লাস বন্ধ, কোথাও পরীক্ষা বন্ধ হওয়ার মুখে। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের এই পদক্ষেপ একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা।