নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: স্কুলের শিক্ষিকার বকুনিতে আত্মঘাতীর চেষ্টা ক্লাস সেভেনের দুই ছাত্রীর । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এম এ এম সি টাউনশিপের একটি বেসরকারি স্কুল।
বেসরকারি স্কুলের শিক্ষক তরুণ ভট্টাচার্য বললেন আজ দুপুরে কয়েকদিন ধরেই ওই বেসরকারি স্কুলের ক্লাস সেভেনের দুই ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল ক্লাসের কয়েকজন টিচার ওদেরকে বলেছিল তোদের গার্জেনদের ফোন নাম্বারটা দে তোরা ক্লাসে দুষ্টুমি করছিস তোদের গার্জেনদের বলবো।
স্কুল ছুটির আগে টয়লেট গুলো ধোঁয়াপোছা হয়, আমাদের সুইপার গিয়ে পরিষ্কার করে ফিনাইল দিয়ে, ফিনাইলের বোতলে জল ভরা ছিল একটি মেয়ে আর একটি মেয়ের মুখে সেই জল ঢেলে দিয়েছে। এই ঘটনা জানতে পারায় আমরা দুই ছাত্রীকে হাসপাতালে পাঠাই তারা এখন সুস্থ আছে।