নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বানারহাট :: রবিবার ২০,জুলাই :: স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল, বনকর্মীরা এসে উদ্ধার করলেন ১৩টি গোখরো সাপের বাচ্চা। জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলের ঘটনা।জানা গিয়েছে – বানারহাট হাই স্কুলের দোতালায় ওঠার সিঁড়ির নিচের ঘর থেকে একটি গোখরো সাপের বাচ্চাকে বেরতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বনদপ্তরে খবর দেন।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন। সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই বেড়িয়ে সেখান থেকে একের পর এক গোখরো সাপের বাচ্চা বেরতে থাকে। সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়।