নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: স্কুলে অনিয়মিত প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা ফলে স্কুল ছেড়ে চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা।এমনই ছবি ধরা পরল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের সাগর খান সাহেব আবাদ গ্রাম পঞ্চায়েতের রামকরচড় মায়াপুর জুনিয়র হাই স্কুলে।
গত এক বছর ধরেই এমন ভাবেই বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল। অভিভাবকদের অভিযোগ ওই জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডল নিয়মিত স্কুল আসবেন না যে কারণেই আস্তে আস্তে ওই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকে এবং একসময় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় স্কুল। প্রথমে ৭৫ জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল স্কুল সেখানে নিয়মিত ছাত্রছাত্রীরাও আসতো।
কিন্তু পরবর্তী সময়ে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যার স্বামী মনোরঞ্জন মন্ডল। অভিভাবকদের অভিযোগ নিয়মিত প্রধান শিক্ষক স্কুলে না আসার কারণে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকে । কেউ কেউ আবার আশপাশের বিভিন্ন স্কুলে ভর্তি হতে থাকে যার কারণে শিক্ষকের অভাবে ছাত্র কমতে কমতে একসময় তা শূন্যতে গিয়ে ঠেকে যার জেরে গত এক বছর ধরে বন্ধ হয়ে যায় জুনিয়ার হাই স্কুল।
অন্যদিকে এই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কিছুই মন্তব্য করতে চাইনি। তবে ওই এলাকারই ঢিলছড়া দূরত্বে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি জানায় এই বিষয়টি নিয়ে ডিআই এর সঙ্গে কথা হয়েছে।