নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৩,আগস্ট :: বসিরহাট মহকুমার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনের ঘটনা” ‘AI তে বানানো ৮ সেকেন্ডের ভিডিও ছবিতে দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছে বুলেট ট্রেন ধরার জন্য।
একের পর এক ছবি ভাইরাল হচ্ছে ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে এই দেখে রীতিমতো মানুষের মধ্যে সন্দেহের দানা বেধেছে। যেখানে এখনো এসি ট্রেনর দেখা নেই। সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন।
যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচর ঝড় তুলেছে তারা চাইছে দ্রুত এইসব সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক রেল পুলিশ। যারা এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্লাটফর্মে ছেড়ে দিচ্ছে
তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না। তা না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের,আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায় তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে।
আমরা দেখে হতবাক। এর আগে দেখেছি কিভাবে স্কুলে বাঘ ঘোরাঘুরি করছে। আবার কখনো দেখেছি মালঞ্চের ব্রিজ ভেঙে পড়ছে। এইটা থেকে আইনি পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে ।আমরা চাই রেল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিক।