নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ৩০,মার্চ :: পাত্রসায়ের থানার বাবুর গ্রামে গলায় গামছার ফাঁস লাগিয়ে খাটের স্ট্যান্ডে আটকে আত্মঘাতী তৃতীয় শ্রেণীর এক ছাত্র। মৃত ছাত্রের নাম কৌশিক ঘোষ বয়স ৯ বছর। দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।সে কাজির ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
তার মা তাকে বিদ্যালয়ে যাওয়ার কথা বললে সে বিদ্যালয়ে যেতে অস্বীকার করে। সেই নিয়ে মা বকাবকি করাতে ওই শিশুটি নিজের ঘরের মধ্যে গলায় গামছার ফাঁস লাগিয়ে খাটের স্ট্যান্ডে ঝুলতে থাকে।
তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা ও দিদি তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসা চলাকালীন রাতে তার মৃত্যু হয়।
বিদ্যালয় না যাওয়ার কারণে মায়ের বকাবকিতে সে এ ধরনের কাজ করেছে বলে পরিবারের দাবি।