নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ২০,ডিসেম্বর :: স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের প্রধান গেট। বড়াৎ জোরে রক্ষা পেলো শিক্ষার্থীরা। স্বাধীনতার আগে তৈরী নামী স্কুলের এ কী অবস্থা। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রধান গেটে সহ দেওয়াল। যদিও বড়োসড়ো দূর্ঘটনার কবলে থেকে রক্ষা পেলো স্কুল পড়ুয়ারা।
স্কুল সুত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত রামনগর -সাহোড়া ইউনিয়ন হাইস্কুল শতাব্দী প্রাচীন ১৯৪৬ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে গেট সহ স্কুলের কিছু অংশ বেহাল অবস্থা। গত তিন বছর আগে স্কুলের পক্ষ থেকে বিডিও ও স্কুল দফতরে পূনঃ সংস্কার আবেদন জানালেও সংস্কার করা হয়নি ! ফলে আশঙ্কা ছিলই।
সেই আশঙ্কা সত্যি হল সোমবার বিকেলে স্কুল ছুটি হওয়ার ঠিক আগের মুহুর্তে ভেঙে পড়ে ইঁট সিমেন্ট দিয়ে তৈরি প্রধান গেটের ছাদ সহ গেট ।যদিও ওই স্থানে সেই সময় কোনো স্কুল পড়ুয়া ছিলোনা তাই কোনো হতাহত হয়নি । তবে ওই সময় স্কুল পড়ুয়ারা গেট এর কাছে থাকলেই ঘটে গেতে পারতো মর্মান্তিক ঘটনা । এরপরই চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্ত্বরে।