স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর,অভিযোগ দায়ের থানায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: আছড়ার এক বেসরকারি স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধরের অভিযোগ উঠে এলো ভিন রাজ্যের কিছু যুবকের বিরুদ্ধে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ানপুর রেল ব্রীজ পার করে প্রতাবপুর গ্রামের সামনেই স্কুল থেকে বাড়ি ফিরছিলেন বাথনবাড়ি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা(১৪),হটাৎ তাকে চারজন যুবক এসে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তার চোখে ও মাথায় গুরুতর আঘাত লাগে।

তাকে পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়।আহত ছাত্র নবীন লাহা জানায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতাপপুরের কাছে হঠাৎ করে চারজন এসে তাকে পাঞ্চ,বেলট,লাঠি দিয়ে তাকে অকারণে এলোপাতাড়ি মারধর করে,এবং মারতে মারতে রেল লাইনের ধারে নিয়ে যায়।স্থানীয় কিছু ব্যক্তি তাকে মার খেতে দেখে   তাকে ওই চারজনের হাত থেকে উদ্ধার করে।

আহত নবীন লাহা জানান ওই চারজন দুষ্কৃতীর মধ্যে দুজন বিহারের বাসিন্দা মারধরের সময় শুনেছেন।তবে আহত ছাত্রের বাবা কাঞ্চন লাহা বলেন তার ছেলেকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিলো।তার ছেলেকে মারার সময় স্থানীয় মানুষজন তাকে রক্ষা করে।

ওই চারজন দুষ্কৃতীর মধ্যে স্থানীয় মানুষ জন দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং দুজন পালিয়ে যায়।তবে তিনি বলেন ওই দুইজনের নাম শুনেছেন সত্যেন্দ্র কুমার ও গৌরব কুমার তারা বিহারের বাসিন্দা। এখনো আরো দুজন পলাতক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =