নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ২৭,আগস্ট :: এক ছাত্রীকে ‘ব্যাড টাচ’ এর অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গৃহ শিক্ষককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত ওই গৃহ শিক্ষকের নাম রত্নাকর বাগ।তার বাড়ি দুর্গাপুরের কালীগঞ্জ এলাকায়। ধৃত গৃহ শিক্ষককে বুধবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ তারিখে কাঁকসার একটি বহুতল আবাসনে ওই গৃহশিক্ষক এক ছাত্রীকে পড়ানোর সময় তার গায়ে হাত দেয়।
এই বিষয়ে ওই ছাত্রী তার মাকে গোটা বিষয়টি জানালে। নাবালিকা ওই ছাত্রীর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে।