নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৭,মার্চ :: স্কুল ফি বৃদ্ধিতে অভিভাবকদের উত্তেজনা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের বিধান নগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে ।
হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনে , ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্।সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেটে বন্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা , তাদের দাবি হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।