নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: বাইরের অপরিচিত মানুষ এখানে এলে ভাববেন এটা পুকুর না পুকুরের মধ্যে স্কুল । নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জন্য ভোগান্তি হচ্ছে স্কুল ছাত্রীদের। বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতে অবস্থিত বাঁকড়া মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।
এই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও একই দৃশ্য দেখা যাচ্ছে স্কুল ও তার আশেপাশের অঞ্চলে। বৃষ্টি হতে না হতেই এক হাঁটু জলের তলায় স্কুলের বাউন্ডারি ও এলাকার বহু অঞ্চল।পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাইকেল ভ্যানে করে স্কুল এ প্রবেশ করছে সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা হয়েছে।
ছাত্রীদের রীতিমতো রাস্তা নয়, নদী পার করে স্কুলে ঢুকতে হচ্ছে। একে তো বৃষ্টি হচ্ছে ও নিচে রয়েছে জমা জল। ভিজে ভিজে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা। যদিও ছাতা ও বর্ষাতে সাহায্যে বৃষ্টি সামাল দিলেও জমা জলকে পেরিয়ে স্কুলে হচ্ছে পৌঁছতে হচ্ছে ছাত্রী ও শিক্ষিকা দের।
প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রশাসনের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে রাজি হননি। তবে এলাকার মানুষ নিজের ক্ষোভ আমাদের সামনে তুলে ধরলেন।
তারা জানালেন এই অসুবিধা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু যে সাধারণ মানুষ তা নয় সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই স্কুলের ছাত্রীদের।
সাধারণ মানুষের আরো বক্তব্য প্রশাসনের তরফ থেকে কোনরকম পদক্ষেপ নেয়া হয় না এই জায়গায় যাতে জল যা না জমে তার জন্য। এখন দেখার যে কবে টনক নড়বে প্রশাসনের আর ছাত্রীরা ও এলাকার মানুষজন মানুষের মতো বাঁচতে পারবে।।