স্কুল শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২, “নির্মল বিদ্যালয় পাক্ষিক” আয়োজন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: স্কুল শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২, “নির্মল বিদ্যালয় পাক্ষিক” আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল ৯ঃ৩০ মিনিটে হুগলি জেলার নতুন প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত করা হয়।

শোভাযাত্রা থেকে ফিরে এসে রবীন্দ্রভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এই দিন সকাল সাড়ে নয়টায় নির্মল বিদ্যালয় পাক্ষিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পি দিপ্পাপ্রিয়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সেখ মেহেবুব রহমান চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দরা।

অনুষ্ঠানে উদ্ভোধনী সংগীত ও প্রদীপ জ্বালিয়ে নির্মল বিদ্যালয় পাক্ষিকের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পি দিপ্পাপ্রিয়া জেলা সভাধিপতি সেখ মেহেবুব রহমান সহ উচ্চ পদস্থ আধিকারিক বৃন্দরা। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের এই নির্মল বিদ্যালয় পাক্ষিক এর শপথ বাক্য পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =