নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ এর প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের শব নিয়ে মিছিল করলো বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন বিকাল ৫টা থেকে পানাগড়ের সবজি মার্কেট থেকে শুরু হয় মিছিল। মিছিল পানাগড় স্টেশন সহ বিভিন্ন এলাকা ঘুরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে শেষ হয়।
সেখানে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের শব দাহ করেন বিজেপি কর্মীরা।এদিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এদিন বিজেপির এই কর্মসূচিতে উপিস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,গলসি ৬নম্বর মন্ডলের সভাপতি প্রশান্ত রায়,বিজেপি নেতা পঙ্কজ জয়সওয়াল, আনন্দ কুমার,অভিজিৎ চন্দ্র সহ অন্যান্যরা।