নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৮,জুন :: রক্তদান জীবন দান! বর্তমান সময়ে রাজ্যজুড়ে রক্তের হাহাকার, প্রতিনিয়ত বাড়ছে রক্তের চাহিদা এই কথাকে মাথায় রেখেই একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোচবিহার সাগরদিঘী ব্রাঞ্চের উদ্যোগে ব্রাঞ্চের ভিতরেই অনুষ্ঠিত হয় এই শিবির। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের শুভ সূচনা করেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ব্যাংকের আধিকারিকাও। জানা যায় এদিন প্রায় ১৫০ জন রক্তদাতা নিজের অমূল্য রক্ত দান করেন। ব্রাঞ্চের তরফ থেকে সকলের হাতে একটি করে শংসাপত্র দেওয়া হয়।

