নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: করম পরবে রাজ্য সরকারের ‘সেকশনাল’ ছুটির প্রতিবাদে ও ‘স্টেট হলিডে’র দাবিতে আদিবাসী কুড়মি সমাজের পথ অবরোধে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার গণ পরিবহন ক্ষেত্রে। মূলতঃ দক্ষিণ বাঁকুড়া অর্থাৎ জঙ্গল মহলের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে অবরোধের ফলে চরম সমস্যায় অসংখ্য মানুষ। বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে সিমলাপাল-রাইপুর-সারেঙ্গা, অন্যদিকে খাতড়া-রানীবাঁধগামী কোন বাস ছাড়েনি।বাস চালক উজ্জ্বল দুলে বলেন, জঙ্গল মহল রুটে কোন বাস চলছেনা। মালিকের আপত্তিতে তারাও বাস্তায় বাস নামাননি বলে তিনি জানান। অবরোধকারীদের পক্ষে পরিমল মাহাতো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু অন্য উৎসব গুলিতে সবার ছুটি, আমাদের ক্ষেত্রেই ব্যতিক্রম। আগামী ৬ সেপ্টেম্বর করম পরব। ঐদিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা না করলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তিনি জানান।