নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরেই যেন তাদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে।
ফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দেশ। আর্জেন্টিনার সমর্থকরা চান মেসি যেন ফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” ফাইনালের আগে বানিয়ে ফেলেছে মেসির ক্ষীরের মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ ট্রফি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ।
তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। মেসি ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। তা দেখতে দোকানে ভীড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ। এবং সকলেই ছবি তুলছেন সেখানে।