নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সমুদ্রগড় :: রবিবার ২০,জুলাই :: স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, মারের জন্য হাতের একটি আঙ্গুল কাটা গেছে বলেও জানা যায়।
ঘটনাটি ঘটে শনিবার পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে। সেখানে স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক, জানা যায় তার কাছে টিকিট চাওয়া হলে সে বলে কোথাও যাবে না সে, স্টেশনে এমনি এসে বসেছে।তারপরেই তাকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং বেধরক মারধোর করা হয় মারের জন্য হাতের একটি আঙ্গুল কাটা গেছে বলেও জানা যায়।ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্তরে এদিন।
প্রচুর সাধারণ মানুষ এদিন স্টেশনে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
যার আঙুল কাটা গেছে তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে আরপিএফ থেকে শুরু করে নাদন ঘাট থানার পুলিশ।