নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মঘাতী স্বামী। স্বামীর ধারালো অস্ত্রের একাধিক আঘাত, স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চলছে চিকিৎসা। সূত্রের খবর, বিয়ের পর থেকে লেগেছিল পারিবারিক অশান্তি।
অভিমানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ। গত রবিবার রাতে স্বামী ও দুই পরিবারের উপস্থিতিতে স্ত্রীকে ফিরিয়ে আনা হয় শ্বশুর বাড়িতে। তারপরেই সোমবার সকালে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা উকিল পাড়ায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাকেশ দাস প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে ছিল। জানা যায় তারপর অভিযুক্ত স্বামী পায়রাডাঙ্গায় চলন্ত ট্রেনের সময় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। মৃত্যুর সঙ্গে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঞ্জা লড়ছে গৃহবধূ সুমি সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে তাদের বিয়ে হয়। বর্তমানে দম্পতির তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলার মাথায়, মুখে ও ঘাড়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে, যদিও গৃহবধুর অবস্থা সংকটজনক।
অন্যদিকে মঙ্গলবার স্বামীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। এই গোটা ঘটনায় তদন্তে রানাঘাট থানার পুলিশ।

