স্ত্রীকে খুন করে দিদিকে প্রনাম, আত্মসমর্পণ স্বামীর ! কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোন্নগর :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে(৫৮) খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন।

তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় থালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রনাম করেন। জানা গেছে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। অশোকের দিদি চন্দনা,খুরতুতো দাদা সহৃদ,বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, দুজনে চরম অশান্তি হয়। রোজ রোজ দুজনে ঝগড়া করত।

বর্তমানে কোনো কাজই করত না অশোক। ধার দেনাও করেছিল।সে নিয়ে অশান্তি নাকি অন্য কারনে সেটা তাদের জানা নেই। রাতেও খুব অশান্তি হয় দুজনে । সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায়।

ত্রিবেনীতে থাকেন তার ছোড়দি।তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন। ছোড়দি তাদের বড়দাকে ফোন করে কি হয়েছে জানতে চান।তারপর অশোক যা বলেছে তা বলেন।

স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =