নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ১৫,নভেম্বর :: স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার জন্য জিআরপি থানায় অভিযোগ করল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর স্টেশনে।উত্তম অধিকারী সুভাষগ্রামের বাসিন্দা সে ।
তার স্ত্রী মিনতি অধিকারী এক সময় ক্যানিংয়ের বরেন খা নামে এক ঠিকাদারের কাছে কাজ করতো। তার কাছে ৫৫ হাজার টাকা ৪ বছর আগে ধার নিয়েছিল। উত্তমবাবু টাকা দিতে পারেনি বলে বারুইপুর স্টেশন থেকে ওই ঠিকাদার মিনতি দেবীকে তুলে নিয়ে যায় । উত্তম অধিকারীর আসল বাড়ি ক্যানিং থানার গোলাবাড়িতে। বারুইপুর স্টেশনের জিআরপি থানায় অভিযোগ দায়ের করে উত্তমবাবু।