স্ত্রীকে বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্যকরায় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: স্বামী নিজের বন্ধুর সাথে স্ত্রীর শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতো স্ত্রীকে। স্বামীর সামনে স্ত্রীর সাথে অশ্লীল আচরণ করতো আমি নিজের বন্ধু। বারবার স্বামীকে অভিযোগ জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি অবশেষে ডায়মন্ডহারবার থানার পুলিশের দ্বারস্থ হল মহিলা।

নক্কারজনক ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার রাজার তালুক এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানার পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামীর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ফালতা থানার দিঘিরপাড় এলাকার বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী ঋতুপর্ণাকে বিয়ে করে ডায়মন্ড হারবার সাত নম্বর ওয়ার্ডের রাজার তালুকের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ধনঞ্জয় দাস। বিবাহ কয়েকদিন পর থেকে ধনঞ্জয়ের বন্ধু শুভঙ্কর সানার সাথে শারীরিক সম্পর্ক করতে বারবার বাধ্য করে ঋতুপর্ণাকে।

বর্বরোচিত কার্যকলাপে রাজি হয়নি স্ত্রী। এরপর থেকেই স্বামীর বন্ধু , বন্ধুর স্ত্রীকে বেশ কয়েকবার শ্লীলতাহানি করার করার চেষ্টা করে।

মহিলা বারবার নিজের স্বামীকে জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি অবশেষে ডায়মন্ড হারবার থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করলো মহিলা। মহিলার অভিযোগ, বার বার আমার নিজের স্বামী তার বন্ধুর সঙ্গে সহবাস করতে আমাকে চাপ দিচ্ছে বিয়ের বেশ কয়েক মাস পর থেকে। আমি না রাজি হওয়াতে।আমাকে মানসিক নির্যাতন চালাত ধনঞ্জয়।

আমার কাছ থেকে আমার স্বামী বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকা ও সোনার গয়না হাতিয়ে নিয়েছে। বুধবার রাতে স্বামী ও তার বন্ধু মিলে আমাকে মারধর করে। অবশেষে মহিলা প্রাণ বাঁচাতে বাপের বাড়িতে পালিয়ে যায়।গোটা ঘটনায় স্থানীয় মহিলা সমিতি ও স্থানীয় অঞ্চলের তৃণমূল নেতা অরুময় গায়েনের কাছে জানান।

এরপর বৃহস্পতিবার রাত ডায়মন্ডহারবার থানায় স্বামী ও স্বামীর বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। ডায়মন্ড হারবার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, এইরকম বর্বরোচিত ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি চাই মহিলা সুবিচার পাক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =