নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায়। নিহতের নাম সুপর্ণা হালদার(৪০)। ঘটনায় অভিযুক্তের নাম কমল হালদার। ঘটনার পর থেকেই পলাতক কমল।
ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঠিক কি কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। মাঝে মধ্যেই অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন।
আবার ফিরে এসে সংসার করতেন। কিন্তু এই ঘটনা ঘটে যাবে কেউ ভেবে উঠতে পারেন নি। শুক্রবার রাতে পাড়ার কালি ঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে যেতে বাধা দেয় কমল। কিন্তু জোর করে সুপর্ণা সেখানে যেতে চাইলে তাঁকে হাতুড়ির আঘাত করে খুন করা হয় বলেই অভিযোগ স্থানীয়দের এবং সুপর্ণার ছেলে সোমনাথের।
বাবাই মাকে খুন করেছে বলে জানিয়েছে সোমনাথ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।