স্ত্রীর পরকিয়ার জের, আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য চুঁচুড়ায়

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: স্ত্রীর পরকিয়ার জেরে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী। স্ত্রী সহ শ্বশুরবাড়ীর লোকেদের জনতার হাতে তুলে দেওয়ার দাবী। বাড়ির সামনে পাহারারত পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার রবীন্দ্রনগর পশ্চিমপাড়ায়। বছর কুড়ি আগে রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্তের সাথে বিয়ে হয় পশ্চিমপাড়ার বাসিন্দা স্বাতীর।

বিয়ের পর থেকেই সুশান্ত, স্বাতীর বাপের বাড়িতে ঘরজামাই হিসাবে থাকতো। শ্বশুরবাড়ীর সামনে সুশান্ত একটি মিষ্টির দোকানও দিয়েছিলো।

অভিযোগ সম্প্রতি রবীন্দ্রনগরের একটি ছেলের সাথে স্বাতীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়েই প্রতিদিন সংসারে অশান্তি চলতো বলে পাড়ার লোকের অভিযোগ। অভিযোগ স্বাতীর অবৈধ সম্পর্ক মেনে নেয় বাপের বাড়ির লোকেরা। এই সম্পর্কের জেরেই বাড়িতে অশান্তি শুরু হয়। দিনকয়েক আগে স্বাতীর ও তাঁর বাপের বাড়ির লোকেরা সুশান্তকে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।তারপরই সুশান্ত বিষ খেয়ে আক্রান্ত হয়েছে বলে পাড়ার লোকেরা খবর পায়। অভিযোগ ঘটনার একদিন পর সুশান্তকে প্রথমে চুঁচুড়া হাসপাতাল ও পরে কোলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বুধবার দুপুরে কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সুশান্তের মৃত্যু হয়। এই খবর এলাকায় আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসীরা।

স্বাতীর বাপের বাড়ির লোকেরা ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। খবর যায় চুঁচুড়া থানায় ।শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সুশান্তর শশুরবাড়ির লোকেদের থানায় নিয়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 8 =