নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৮,জানুয়ারি :: স্ত্রীর মৃত্যুর শোকে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। প্রথমে জলে ভাসতে দেখে পথ চলতি মানুষ, এরপর পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। চাঞ্চল কর ঘটনা নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত নগেন্দ্রনগর এলাকায়।
জানা গেছে মৃত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস, বয়স আনুমানিক ৫০ বছর। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়, এরপর থেকেই মানসিক অবসাদে ভোগে স্বপন বাবু, তবে প্রতিদিনই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে সে। বাড়িতে সারাদিন একা মনোভাব নিয়ে থাকতো, বৃদ্ধা মায়ের সাথে খুব একটা কথাবার্তা হতো না।
শুক্রবার সন্ধ্যায় পাশেই দ্বিজেন্দ্র সেতুর নিচের অংশে স্বপন বিশ্বাসের মৃতদেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ। পরিবারকে খবর দিলে পরিবার গিয়ে সনাক্তকরণ করে। খবর দেয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
বৃদ্ধা মায়ের দাবি, স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই সম্পূর্ণ বদলে গেছে ছেলে। মাঝে মাঝে নেশা করে বাড়িতে এসে কারোর সাথে কোন কথা বলতো না। নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাতো, কিন্তু ছেলে যে এই ঘটনা ঘটাবে তা স্বপ্নেও কোনদিন ভাবতে পারেননি তিনি।