নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১৪,নভেম্বর :: নিঃসঙ্গতা কাটাতে আবারও বিয়ের পিঁড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। উল্লেখ্য গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লা পরলোক গমন করেন।
অন্তত সাত মাস বাদে ১১ নভেম্বর আইনি বিয়ে সারেন তিনি। এবার ছিল সামাজিক বিয়ের পর্ব। দলগাঁও চা বাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি গার্লস হাই স্কুলের শিক্ষিকা মঞ্জু তিরকের সাথে বিয়ের পর্ব সেরে ফেলেছেন জন বার্লা।
তিনি জানান, স্ত্রীকে হারানোর পর তিনি ও পরিবার গভীর নিঃসঙ্গতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা হচ্ছিল। পরিবারের সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠানের আয়োজন আয়োজন পর্ব অনুষ্ঠিত হবে তিনি জানিয়েছেন।

