স্ত্রী কে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডর সাজা ঘোষণা আদালতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১৬,মে :: মঙ্গলবার আসানসোল আদালতে নিজের স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী বিক্রম গুপ্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন মহামান্য বিচারক। ২০০৪ সালে কুমারডুবির বাসিন্দা আশা দেবীর মেয়ে সোনী দেবীর আসানসোল উত্তর থানার কসাইমহল্লার বাসিন্দা বিক্রম গুপ্তর বিয়ে  হয় ।

বিয়ের সময় যৌতুক দেওয়া হলেও বিয়ের কয়েক মাস পর থেকে আরো পয়সার দাবি করা হয় এবং না দিলে তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার হতো গত ২০০৮ সালের ৬ ই জুলাই সোনী দেবীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার পর তারা বিক্রম গুপ্ত ও তার পরিবারের বিরুদ্ধে তার মেয়েকে শারীরিক অত্যাচার করার পর আগুনে পুড়িয়ে মেরে ফেলার মামলা দায়ের করেন ।

তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিক্রম গুপ্ত ও তার পরিবারকে গ্রেপ্তার করে। দীর্ঘ ১৫ বছর আসানসোল আদালতে মামলা চলার পর বিচারক সমস্ত সাক্ষীদের জিজ্ঞেস করার পর রায় দেন বিক্রম গুপ্তর সাথে তার বৌদি অনিতা দেবীর সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং তার কথাতে বিক্রম সোনী দেবীর উপর বাপের বাড়ি থেকে পয়সা আনার জন্য চাপ দিত কয়েক বার বাপের বাড়ি থেকে পয়সা দিলেও শারীরিক অত্যাচারের মাত্রা বাড়তে থাকে ।

এবং ২০০৮ সালের ৬ ই জুলাই তার মেয়েদের সামনে মারধোর করার পর তার গায়ে আগুন লাগিয়ে দেয় তাই বিক্রম গুপ্তই । দোষী বিবেচিত হবার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডর আদেশ দেওয়া হলো এবং বিক্রম গুপ্তর পরিবারকে বেকসুর খালাস করে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 18 =