“স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক! কাজের সাইটেই সহবাস, শান্তিনিকেতনে জুতোপেটা যুবক”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: শান্তি নিকে তনের পূর্ব পল্লীতে এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে। বেলঘরিয়ার বাসিন্দা ও বর্তমানে বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমস্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজের সাইটে থাকা এক শ্রমিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার—যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন।

অভিযোগকারী মহিলা জানান, দীর্ঘদিন ধরেই সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ। শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায়। সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্ব পল্লীর ওই বাড়িতে, যেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়ে ছিলেন। সেখানেই দুই বোন মিলে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

SKETCH  COURTESY INTERNET

এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধড়ক মারধর। শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি পলাতক। অভিযোগকারী দুই মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =