নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ২৩,মার্চ :: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকে এক ট্রেন যাত্রী। ঘটনাটি ঘটে পানাগড় স্টেশন সংলগ্ন রেলগেটে। গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকা ওই যাত্রীকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছুটে আসে রেল পুলিশের কর্মীরা।
তারা স্থানীয়দের বাধা দিতে গেলে শুরু হয় স্থানীয়দের সঙ্গে বচসা। দীর্ঘক্ষণ ধরে স্থানীয়দের সাথে রেল পুলিশের বচসার জেরে চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রেল যাত্রীর।
এরপরেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পানাগড় রেলপাড় সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাণ বাঁচানো যেত।
স্থানীয়রা জানিয়েছেন সিউড়ি থেকে হাওড়া গামী হুল এক্সপ্রেস পানাগড় স্টেশন ঢোকার মুখে ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। মৃতের নাম রাজেশ্বর মন্ডল। তার বাড়ি বর্ধমানের সাতগ্রাম এলাকায়। জানা গিয়েছে পরে ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ রেল পুলিশের অমানবিকতার কারণেই এক যাত্রীর মৃত্যু ঘটলো। বারবার রেল পুলিশের আধিকারিকদের ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তারাও কোনো উদ্যোগ নেন নি।
স্থানীয়দের অভিযোগ ট্রেনে কোন দুর্ঘটনা ঘটলে রেল পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকে। যাত্রীরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে চললেও তাদের সুরক্ষা থাকেনা।