কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,নভেম্বর :: আজকের দিনে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের সহ প্রান্ত কার্যবাহ তরুণ কুমার পন্ডিত।
আজ এই মর্মে স্থানীয় কাঞ্চনটার এলাকায় অরবিন্দ যোগ মন্দির লাইব্রেরী এন্ড ক্লাব এর পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। প্রয়াত তরুণ কুমার পন্ডিতের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
প্রয়াত তরুণ কুমার পন্ডিত সর্বদাই মানুষের পাশে থাকতেন। তাই তার আত্মার শান্তি কামনায় এই স্মরণ সভার মধ্যে দিয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তার পাশাপাশি তাকে হৃদয়ের মাঝে চিরস্মরণীয় করে রাখতে সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে তার একটি মূর্তির তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয় আজ। আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই যার কাজ শুরু করা হয়।