নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১২,আগস্ট :: মাটিগাড়াতে একটি নামী শপিং মলের স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা কারবার। গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সেখানে অভিযান নামে। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী।
ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা সাথে ২২ বছরের তরুণী, দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা।
পুলিশ সূত্র মারফত খবর, অনেকদিন যাবত ধরেই ওই স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।