স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা, নিউটাউনের অ্যাক্সিস মলে – তিন মহিলা সহ গ্রেপ্তার দশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: দীর্ঘদিন ধরে অ্যাক্সিস মাল্টি কমপ্লেক্স নিউ টাউন স্পা সেন্টারের আড়ালে চলতো দেহ ব্যবসা। নিউ টাউনে মাল্টি কমপ্লেক্সে জুড়ে, রমরম করে চলছিল এই দেহ ব্যবসা ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের, তাহলে পুলিশের কানে, কেন পৌঁছল না সেই তথ্য?

নিউ টাউন জুড়ে রয়েছে এই ধরনের একাধিক স্পা যার আড়ালে চলে দেহ ব্যবসা। বিধান নগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১৭ জন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে, এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেফতার করে।

নিউ টাউন এর রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায় সেখানেই জ্বলজ্বল করছে পা সেন্টারের নাম এবং ফোন নাম্বার। স্পা সেন্টারের আড়ালে মধুচক্র। বিধান নগর কমিশনারেটে বারের সংখ্যা কমলেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে স্পা।

সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা? বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ট্রাফিকিং অ্যাকটে মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =