স্পেন থেকে দিল্লি নামতেই গ্রেপ্তার যাদবপুরের প্রাক্তনী – ব্রাত্য বসুর গাড়িতে যাদবপুরে হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গবেষক হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দিল্লি পুলিশের হেপাজতে রয়েছেন এবং ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় আনার প্রস্তুতি চলছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ চলতি বছরের ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। গাড়ি আটকাতে গিয়ে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হন বামপন্থী পড়ুয়া। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের দাবি, সেদিন ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতে যোগ রয়েছে ধৃত হিন্দোলের।

অভিযোগ, কলকাতা থেকে সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উসকানি দেওয়ার পাশাপাশি হামলার ছক তৈরি করেন ওই প্রাক্তনী।

স্পেনে গবেষণার কাজে যুক্ত হিন্দোল। স্পেন থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে নামতে তাঁকে ধরা হয়। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস ছিল বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + six =