স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান : জন্মদিনে মোদির নতুন প্রকল্পের সূচনা

কুমার পঙ্কজ  :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আজ সূচনা হলো এক নতুন সামাজিক প্রকল্পের— “স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান”। সরকারের দাবি, এই প্রকল্প মূলত গ্রামীণ ও শহুরে গরিব পরিবারের মহিলাদের স্বাস্থ্য, স্যানিটেশন ও স্বনির্ভরতা নিশ্চিত করতেই চালু করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রতিটি জেলার মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি হাইজিন কিট, স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, পরিবারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আত্মনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋণ সুবিধা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, “একজন নারীর স্বাস্থ্যের যত্নই একটি পরিবারের ভবিষ্যৎকে শক্তিশালী করে। তাই নারীস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নই আমাদের প্রধান লক্ষ্য।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রামে প্রকল্পটি পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে নারী ও শিশুস্বাস্থ্যের মানোন্নয়ন ঘটবে এবং গ্রামীণ পরিবারে আর্থিক স্বনির্ভরতার পথ প্রশস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =