নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: স্বচ্ছ ভারত অভিযান পালিত হলো, মাথাভাঙ্গা ২ নং ব্লকের উদ্যোগে নিশিগঞ্জ নেতাজি সুভাষসদন প্রাঙ্গনে ।উপস্থিত ছিলেন কোচবিহার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ২ নং ব্লকের বি ডিও সাহেব উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিশিগন্জ ১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় সকল নেতৃবৃন্দ ।