নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিপুর :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: পঞ্চায়েতের প্রাক্তন সদস্য অনিলা বিবি স্বনির্ভর গোষ্টির ক্লাস্টার কমিটিতে বহিরাগত এক মহিলাকে নিযুক্ত করেছেন অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মতামত ছাড়াই।
তাই এর আগেও শনিবার গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য দলের সদস্যরা ।পঞ্চায়েত প্রধান বিডিওকে ডেপুটেশনও দেয়া হয়েছিল। কোন রকম সদুত্তর না পাওয়ায় অবশেষে মঙ্গলবার আবার পঞ্চায়েত অফিসের সামনে গোষ্ঠীর মহিলারা অবস্থান বিক্ষোভ শুরু করেন।
মূলত অনিলা বিবির অপসারণ, স্বনির্ভর গোষ্ঠীতে সবার সমান অধিকার এবং বহিরাগত নেত্রীকে অপসারণের পাশাপাশি ভোটাভুটির মাধ্যমে ক্লাস্টার কমিটিতে নতুন নেত্রী নিয়োগ এই দাবি নিয়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন।
তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। যদিও পঞ্চায়েত প্রধান এদিন অফিসে না থাকার কারণে তার প্রতিক্রিয়া নেওয়া যায়নি।