নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২৬,মার্চ :: স্বপ্ন পূরণের পথে ! শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির উপর দিয়ে রেল চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা। রেলের তরফে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যে ‘মাতৃমন্দিরে’র আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরীর কাজ প্রায় শেষ।
বাংলার পাশাপাশি ইংরাজী আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে। অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে।
রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল ‘মন্দির নগরী’ বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা।
যদিও পূরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর-জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গেছে। জয়রামবাটির উপর দিয়ে রেল যোগাযোগ শুরু চলেছে।
এই খবরে খুশী জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিবুরুপানন্দ। তিনি বলেন, দীর্ঘ ষাট বছরের বেশী সময় এখানে আছি। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জয়রামবাটির উপর রেল পথ চালু হচ্ছে, ভীষণ ভালো লাগছে।
আমাদের জমিও এই প্রকল্পের মধ্যে পড়েছিল, হাসিমুখে তা আমরা সরকারের হাতে তুলে দিয়েছি। এবার শুধু মাতৃমন্দিরে আসা পূণ্যার্থীদের সুবিধা হবে তা নয়, এলাকার অর্থনৈতিক ছবিটাও পাল্টে যাবে বলে তিনি জানান