সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’ দিনের সফরে রাজ্যে পৌঁছেই টুইট করলেন বাংলায়। লিখলেন, ‘দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছলাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’
এর পরেই বিশেষ হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে গেলেন শাহ। হিঙ্গলগঞ্জে পৌঁছে বোট অ্যাম্বুলেন্স এবং বিএসএফ–এর ভাসমান আউটপোস্টের উদ্বোধনও করলেন অমিত। মোট ছ’টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন। সেই উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, এই আউটপোস্ট বসানোর ফলে অনুপ্রবেশকারীদের রোখা যাবে। চোরা কারবারীদের ধরা যাবে।
এদিন বনগাঁয় ভারত–বাংলাদেশ মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসও করেন অমিত শাহ। তিনি এও বলেন, যে সীমান্তরক্ষীদের ত্যাগ, সমস্যা বিষয়ে অবহিত প্রধানমন্ত্রী। সীমান্তরক্ষীর সমস্যা যাতে কমানো যায় তা তিনি নিশ্চিত করতে চান। তাঁর কথায়, ‘কঠিনতম পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে চলেছে বিএসএফ’।