স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ১২,মে :: এক নাগাড়ে দহন জ্বালায় ভুগছে বঙ্গবাসী। পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে। তবে স্বস্তির নিঃশ্বাস, হাওয়া অফিস থেকে জানানো হয়েছে শনি ও রবি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে শুক্রবার থেকেই আবহাওয়ার বদল ঘটবে।
শনি ও রবি কলকাতা হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ আরো অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবে দহন জ্বালা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে রীতিমত স্বস্তি মিলবে বঙ্গবাসীর।
বিগত কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের পরিস্থিতি রীতিমতো অস্বস্তিকর, তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। তিলোত্তমার অবস্থাও যথেষ্টই অসহনীয়। এরকম পরিস্থিতিতে হাওয়া অফিসের এই পূর্বাভাসে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। শুক্রবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকবে। গরম যথারীতি বজায় থাকবে, শনিবার থেকে বৃষ্টিপাত।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী দিনগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানা গেছে। মালদা ও দিনাজপুরে শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও যথেষ্ট গরম থাকবে এই বিষয়ে জানানো হয়েছে ।