নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: আসানসোল শহর তথা আসানসোল শিল্পাঞ্চলে মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষের স্বাগত জানানো হয়। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলে। মন্দিরগুলিতে সকাল থেকেই পুজোর জন্য ভিড় লক্ষ্য করা যায়।
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে এদিন সকালে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে আসানসোল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে একটি প্রভাত ফেরি বার করা হয়।
এতে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়,
ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সহ বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।