নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলচর :: বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় রয়েছে শরীরচর্চা কেন্দ্র সময়ের সাথে অলিতে গলিতে বেড়ে উঠেছে এই শরীরচর্চা কেন্দ্র গুলি কিন্তু সেই শরীর চর্চা কেন্দ্রগুলিতে শরীর চর্চা করে কতটুকু লাভবান হচ্ছে এই প্রজন্ম বা আগামী প্রজন্ম ।সে কথা মাথায় রেখে বেশ কিছুদিন থেকে বিভিন্ন শরীরচর্চা কেন্দ্রগুলির বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন ওম সাইর সাগ্নিক গুপ্ত।
তারপর সব দেখেশুনে তিনি যা বুঝলেন যে যতটুকু উন্নতি করার কথা ততটুকু উন্নতি হচ্ছে না অন্যদিকে বেশ কিছু শরীরচর্চা কেন্দ্রে ইউটিউব দেখে চর্চা করানো হচ্ছে। তার কথা অনুযায়ী এ ধরনের চর্চা করলে ভারতবর্ষের বাইরে কোন ধরনের প্রতিযোগিতায় যেতে অসুবিধার সম্মুখীন হতে হবে তাই ভারতের বাইরে বরাক উপত্যকায় ব্যায়ামবীদদের প্রতিযোগিতার অংশ নিতে যা যা প্রয়োজন তা শিখিয়ে দিতে রাশিয়া থেকে আমন্ত্ৰিত করে আনা হয়েছে আলিনা সোনবি কে।
যাতে আগামী দিনে বরাক উপত্যকার মান দেশের বাইরে প্রতিযোগিতায় তুলে ধরতে পারে তার কারণে সাই শরীরচর্চা কেন্দ্রের মুখ্য সঞ্চালক সাগ্নিক গুপ্ত আলিনা সনবি কে আমন্ত্রণ জানিয়েছিলেন শিলচরে এসে শরীরচর্চা কেন্দ্রে ব্যামবীদদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ।
তার ডাকে সাড়া দিয়ে সাত সমুদ্র তের নদী পার হয়ে ছুটে এসেছেন আলিনা।আলিনা বিভিন্ন দেশে এভাবে ব্যায়ামবীদদের প্রশিক্ষণ দিয়ে থাকেন শুধু তাই নয় তিনি নিজেও বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত। শিলচর এসে কোন অম সাইর তত্ত্বাবধানে ২৪ ২৫ তারিখ মেহেরপুর এবং ২৭-২৮ তারিখ অম্বিকা পট্টি, স্থিত শরীরচর্চা কেন্দ্রে তিনি প্রশিক্ষণ প্রদান করবেন। ওম সাইর পক্ষে উপস্থিত ছিলেন সুমন নাগ প্রসেনজিত দেব রোহন কর্মকার সহ অন্যান্যরা ।