স্বাধীনতার সকালে প্রেমিকা এবং তার দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: শুক্রবার ১৫,আগস্ট :: প্রেম নিবেদনের ডাকে সাড়া না দেওয়ায় যুবতী এবং তার দাদাকে কোপালো সিভিক ভলেন্টিয়ার।পরবর্তীকালে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা ঐ ভলেন্টিয়ারের।

                                       চিত্র পরিচিতি ;; বাধা দিতে গিয়ে গুরুতর আহত ভাই

সিভিক ভলেন্টিয়ারের প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার চেষ্টা যুবতিকে,বাধা দিতে গিয়ে গুরুতর আহত ভাই।

বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ৷ বাসন্তীর আমঝাড়া এলাকার সুস্মিতা মন্ডল নামে এক যুবতী কে বহুদিন ধরে উত্যক্ত এবং প্রেম নিবেদন করে আসছিল। সুস্মিতা মন্ডল ভিন রাজ্যে নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়ে ছিল আজ যখন সুস্মিতা, বাড়ি ফিরছিল আমঝাড়া ব্রিজের কাছে ধারালো অস্ত্র নিয়ে তার উপরে আক্রমণ চালায় সিভিক ভলেন্টিয়ার।

বোনকে আনতে গিয়েছিল গোবিন্দ মন্ডল বোনকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও অস্ত্র দিয়ে কোপানো হয়। ভাই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বিশ্বজিৎ খাঁ সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 7 =