স্বাধীনতা দিবসের উপহার নদীয়া পেল এসি লোকাল ট্রেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,আগস্ট :: স্বাধীনতা দিবসের আগেই শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন উপহার দিতে চলেছে পূর্ব রেল। আগে জানানো হয়েছিল, সেই ট্রেনের ভাড়া কত হবে। এ বার জানানো হল ওই এসি লোকাল ট্রেনে সূচি। শুধু তা-ই নয়, ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে, তা বিবৃতি দিয়ে জানাল রেল।

রেল জানিয়েছে, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। সকালের এসি লোকালটি ৮টা ২৯ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে।

আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদহ থেকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে।

কোথায় কোথায় দাঁড়াবে, সেই তালিকাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ।রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া হবে ৩৫ টাকা। আর মাসিক ৬২০ টাকা।

ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১২৭৫ টাকা)। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা (মাসিক যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা)এই লোকালের সব কামরাই পূর্ণ বাতানুকূল থাকবে।

১২ কামরার ওই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকবে।

থাকবে প্রতিটি কামরায় দু’পাশেই স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। ওই ট্রেনে আসনের সংখ্যা ১১২৮টি। থাকবে সিসি ক্যামেরা এবং জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম।

ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে ওই ট্রেনে। ট্রেনের গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =